ডেস্কনিউজঃ মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি ছোট বিমান সড়কে বিধ্বস্ত হয়ে দশজন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে রাস্তায় পুড়ে যাওয়া বিমান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএম) নিশ্চিত করেছে, আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় প্রাইভেট বিমানটি। সেখানে ছয় যাত্রী এবং দুইজন ফ্লাইট ক্রুসহ মোট ৮ জন আরোহী ছিলেন। বিমানের আরোহীদের অবস্থা এখনও জানা যায়নি।
কিউএনবি/ নাহিদা /১৭.০৮.২০২৩/ বিকাল ৪.১০