ঝুঁকি নিয়ে সফল চিকিৎসা ডেংগু আকান্ত মায়ের কোলজুড়ে সন্তান
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
১৪৯
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দ্বিতীয়বারের মতো ভানু সিকদার মা হতে চলেছেন। সন্তান প্রসবের সময় যখন ঘনিয়ে এলো ঠিক তখনই ধরা পড়লো ডেংগু। প্ল্যাটিলেট কমে যাওয়ায় চিকিৎকরা ঝুঁকি নিতে চাইছিলেন না।এ হাসপাতাল থেকে ওই হাসপাতাল। চিকিৎসা মিলছে না। পরিবারের সবার মাঝে চিন্তার ভাজ। অবেশেষে দায়িত্ব নিলেন চিকিৎসক রনজিত বিশ্বাস। ঢাকার প্ল্যাটিনাম হাসপাতালে ভানুর সিজার করানো হয়। মা ও সন্তান দু’জন ভালো আছেন।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে কর্মরত আছেন ডা. রনজিত বিশ্বাস। ওই প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সম্পর্কে সোমবার তিনি বলেন, ‘সন্তান প্রসবের সময় পার হয়ে গিয়েছিলো মাদারীপুরের বাসিন্দা ভানুর। এরই মধ্যে তার ডেংগু ধরা পড়ে। মাদারীপুর হাসপাতাল থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। প্ল্যাটিলেট কম থাকায় তাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়।
ঢাকাতেও দু’টি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সিজার করাতে রাজি হননি। পূর্ব পরিচিত হিসেবে শেষ পর্যন্ত আমার কাছে নিয়ে আসা হয়। তখন ভানুর প্ল্যাটিলেট ৫৫ হাজার। দুই ব্যাগ রক্ত আর দুই ব্যাগ প্ল্যাটিলেট আনিয়ে ১১ আগস্ট ভানুর সিজার করা হয়। কাজটা অনেক ঝুঁকি নিয়ে করতে হয়েছে। ভানুর প্ল্যাটিলেট বেড়ে যাওয়ায় এখন আর কোনো ঝুঁকি নেই।’