বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোমবার রাতে পায়ের রগ কেটে ও ছুরিকাঘাতে জনি মিয়া (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত জনি মিয়া ওই এলাকার মকসেন মিয়ার ছেলে। হামলায় আউয়াল মিয়া নামে (৪৭) আরো এক ব্যক্তি আহত হয়েছেন। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ জানান, জনি মিয়া ও আউয়াল মিয়া রাত পৌনে ১০টার দিকে তালশহর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাজার সংলগ্ন সেতু অতিক্রম করতেই কয়েক দুর্বৃত্ত তাদের উপর হামলা করে।
এ সময় জনির দুই পায়ের রগ কেটে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। পাশাপাশি আউয়াল মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা এদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের ঢাকায় নিয়ে যেতে বলেন। রাত ২টার দিকে নরসিংদী এলাকায় জনি মিয়া মারা যান।
কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/সকাল ১১:১০