স্পোর্টস ডেস্ক : ‘লড়াই করে একাদশে জায়গা খুঁজে নাও, না হলে ক্লাব ছাড়ো।’- হ্যারি ম্যাগুইয়ারের প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের বার্তাটা এখন এমনই।
২০১৯ সালে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান হ্যারি ম্যাগুইয়ার। সেই সময় থেকে দলটির অধিনায়কও ছিলেন। কিন্তু গত মৌসুমে শুরুর একাদশ থেকে জায়গা হারাতে থাকেন। পুরো মৌসুমে মাত্র ৮ ম্যাচে শুরুর একাদশে খেলেছেন ম্যাগুইয়ার। সেন্ট্রাল ডিফেন্স পজিশনে রাফায়েল ভারানে, লিসান্দ্রো মার্তিনেস, ভিক্তর লিন্দেলোফরা গত মৌসুমে টেন হাগের আস্থা হয়ে ছিলেন।
এবারের মৌসুম শুরুর আগে ম্যাগুইয়ারের কাছ থেকে অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়েছে। আর্মব্যান্ড দেওয়া হয়েছে ব্রুনো ফের্নান্দেসকে। সব মিলিয়ে ইউনাইটেডে ম্যাগুইয়ারের অবস্থান এখন একেবারেই নড়বড়ে। যদিও এখনও বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার তিনিই। ২০১৯ সালে তাকে ৮ কোটি পাউন্ডে দলে টেনেছিল ইউনাইটডে।
টেন হাগ মনে করেন সেন্টার ব্যাক পজিশনে বিশ্ব সেরাদের একজন হওয়ার সামর্থ্য ম্যাগুইয়ারের আছে। কিন্তু তাকে নিজের সেই সামর্থ্য প্রমাণ করতে হবে, ‘সে ইংল্যান্ডের জন্য সেরা এবং আমি মনে করি সে আমাদের জন্যও সেরা হবে। কিন্তু তাকে এটা প্রমাণ করতে হবে।’
সোমবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে ইউনাইটেড। ম্যাচের আগে ম্যাগুইয়ারকে নিয়ে টেন হাগ আরও বলেন, ‘সামনে এগিয়ে যেতে এবং লড়াই করতে যথেষ্ট আত্মবিশ্বাসী না হলে তাকে চলে যেতে হবে। তাকে সিদ্ধান্ত নিতে হবে।’
অবশ্য টেন হাগ এমনও বলেছেন, ‘তবে আমি তাকে নিয়ে খুশি… আপনার উঁচু মানের খেলোয়াড় প্রয়োজন হবে। তারা হয়তো শুরুর একাদশে থাকবে না কিন্তু পরিবর্তিত খেলোয়াড় হিসেবে খেলবে’।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৪