স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ এ সমতায় ফিরলো ভারত। টানা দুই ম্যাচ হারলেও পরের দুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
ফ্লোরিডায় এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে, প্রথম থেকেই হাত খুলে খেলে সফরকারীরা। ক্যারিবিয়ার বোলারদের তোলোধুনা করে হাফ সেঞ্চুরি তুলে নেন জশম্বী জয়সওয়াল ও শুবমান গিল। প্রথম উইকেট জুটিতেই আসে ১৬৫ রান।
পরে গিল ফিরলেও ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮ বল হারে রেখেই দলের জয় নিশ্চিত করেন জয়সওয়াল।
ম্যান অব দ্য নির্বাচিত হয়েছেন জশম্বী জয়সওয়াল।
দুই দলই ২টি করে ম্যাচ জেতায় পঞ্চম ম্যাচটি ফাইনালে পরিণত হয়েছে।
কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/সকাল ১০:৪০