স্পোর্টস ডেস্ক : শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হবে। এশিয়া কাপের দলই খেলবে বিশ্বকাপে। শনিবার মিরপুরে এশিয়া কাপের দল ঘোষণা করেন ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। তারা জানান, এটা এশিয়া কাপের দল, বিশ্বকাপের দল নয়।
এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এখন বিশ্বকাপের দল না। এটা এশিয়া কাপের দল। বিশ্বকাপের দল দেই তারপর আপনাদেরকে জানানো হবে। এখন এশিয়া কাপ নিয়ে আলোচনা করছি।’ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু আরও বলেন, ‘এশিয়া কাপে টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দিয়েছে, অতিরিক্ত স্পিনার বা পেসার নিয়ে খেলা এ ধরনের ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয়।’
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৩