শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

আখাউড়ায় ওরছে নূরী ও শোহাদায়ে কারবালা কনফারেন্স অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৫২ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খানকায়ে বযমে কাদেরীয়া নূরীয়া রযভীয়ার উদ্যোগে, শাহজাদায়ে আলা হযরত তাজদারে আহলে সুন্নাত, আলে রহমান আবুল বারাকাত মহিউদ্দিন আশ শাহ মোহাম্মদ মোস্তফা রেযা খান প্রকাশ মুফতিয়ে আজম হিন্দ (রহঃ) এর স্মরণে ৮ম বার্ষিক আজিমুশ্বান ওরছে নূরী ও শোহাদায়ে কারবালা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মহররম বুধবার কর্মমঠ সোবহানী মঞ্জিল প্রাঙ্গণে বাদ আসর হইতে সারারাত ব্যাপী অনুষ্ঠিত ওরছে নূরী ও শোহাদায়ে কারবালা কনফারেন্সে সভাপতিত্ব করেন, খানকায়ে বযমে কাদেরীয়া নূরীয়া রযভীয়া সোবহানী মঞ্জিলের পীর সাহেব, ফকিরে ক্বাদরী, পীরে তরিকত হযরত মাওঃ আবু জাফর রেদুয়ানী সাহেব। জানা গেছে, দরবারের নিয়ম অনুযায়ী প্রতিবছর আরবী মহররম মাসের ১৪ তারিখ কর্মমঠ সুবহানি মঞ্জিলে ওরছে নূরী ও শোহাদায়ে কারবালা কনফারেন্স অনুষ্ঠিত হয়ে থাকে। খানকায়ে বযমে কাদেরীয়া নুরীয়া রযভীয়া পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওরছে নূরী ও শোহাদায়ে কারবালা কনফারেন্সে দেশবরণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ নসিয়তপূর্ণ বয়ান পেশ করেন। অনুষ্ঠান সূচীতে ছিল, বাদ ফজর কুরআন খানী, বাদ জোহর খতমেে কাদেরীয়া, বাদ আসর থেকে দেশবরণ্য শায়ের গন নাতে রাসুল পেশ করেন। বাদ মাগরিব কুল শরীফ ও ফাতিহা অনুষ্ঠিত হয়। বাদ এশা থেকে শেষ রাত্র পর্যন্ত ওয়াজ নসিহত, হালকায় জিকির ও মিলাদ কিয়ামের পর আখেরি মোনাজাত পরিচালনা করেন, দরবারের গদ্দিনিশিন পীর হযরত মাওঃ আবু জাফর রেদুয়ানী সাহেব। অনুষ্ঠানে দরবারের ভক্ত আশেকান, পীর মাশাহেক আলেম ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক হিসেবে বিরিয়ানি প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit