স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের প্রধান নির্বাচকের পদে চার বছর পর ফিরে আসা ইনজামাম উল-হক তার প্রথম অ্যাসাইনমেন্টে এশিয়া কাপের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলের হয়ে দুর্দান্ত ব্যাট করার তায়েব হাতির। ফিরিয়ে আনা হয়েছে পেসার অলরাউন্ডার ফাহিম আশরাফকে। বাদ পড়েছেন শান মাসুদ আর ইমাদ ওয়াসিমকে। ৩০ আগস্ট নেপালের সঙ্গে মুলতানে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ২ সেপ্টেম্বর ভারতের সাথে তাদের ম্যাচ পাল্লেকেলেতে।
পাকিস্তান দল
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল-হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, তায়েব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফিদি।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২১