স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফরম করে যাচ্ছেন এ ব্যাটার। তার সঙ্গে তুলনা হয় ভারতের বিরাট কোহলির।
বাবর এখন আছেন শ্রীলংকায়। খেলছেন লংকা প্রিমিয়ার লিগে। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এখানেও আছেন দারুণ ছন্দে। এক ম্যাচে অর্ধশতক, তো পরের ম্যাচে শতক হাঁকাচ্ছেন।
সোমবার যেমন খেললেন ৫৯ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস।
বাবরের ইনিংসে ভর দিয়ে সাকিব আল হাসানের গল টাইটান্সের বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় জয় তুলে নেয় কলম্বো। এ দিন বাবর হাফসেঞ্চুরি করার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন রমিজ রাজা।
বাবরের প্রশংসা করতে গিয়ে রমিজ বলেন, ‘আমি তাকে বিয়ে করতে চাই।’ খবর হিন্দুস্তান টাইমসের।
মঙ্গলবার হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাবর আজমের হাফসেঞ্চুরির পর তাকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। রাজা বলে ওঠেন— ‘ফিফটির নিশ্চয়তা, শান্ত থাকা, কোয়ালিটি ব্যাটার। ও এমন একজন যাকে এমন পরিস্থিতিতে আপনি সবসময় চাইবেন।’
পাশ থেকে অন্য ধারাভাষ্যকার মজা করে বলে ওঠেন, তোমার তাকে নিয়ে আরও কিছু বলা উচিত। তখন রাজা মজা করে বলে ওঠেন, ‘আমি অবশ্যই তাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চাই।’
কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:১৫