ডেস্ক নিউজ : আগামীকাল শুরু হতে যাওয়া পুলিশ সদর দপ্তরের ক্রাইম কনফারেন্স স্থগিত করা হয়েছে। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই কনফারেন্স স্থগিত করা হয়। পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
শোক দিবসের পরে পুলিশ সদরদপ্তেরের ক্রাইম কনফারেন্স করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে প্রস্তুত থাকাসহ বেশ কিছু নির্দেশনা নিয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটা শোক দিবসের পরে আয়োজন করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, ক্রাইম কনফারেন্সে বিএনপিসহ সরকারবিরোধীদের আন্দোলনের বিষয়ে আলোচনার কথা ছিল। কারণ আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকান্ড হতে পারে এমন আশঙ্কা রয়েছে পুলিশের। তাছাড়া নির্বাচনের আগে একটি মহল নানামুখী গুজব ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই গুজব রোধে বিশেষ নির্দেশনা থাকবে ক্রাইম কনফারেন্সে।
পুলিশ সদর দপ্তরের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, জাতীয় নির্বাচনের আগে এই ক্রাইম কনফারেন্সটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নির্বাচনপূর্ববতী সময়ে মাঠ পুলিশের করণীয় বিষয় নিয়ে বিশেষ নির্দেশনা থাকবে সভায়।
কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০৪