শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় তালতলাস্থ হোটেল গুলশানের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দাশ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন সুবিনয় আচার্য। সভায় ১৫ আগষ্ট নির্মমভাবে নিহত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহিদ ও সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত সকল প্রয়াত নেতৃবৃন্দের সন্মানে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য।
বক্তব্য রাখেন মহানগর শাখার সহসভাপতি মলয় পুরকায়স্থ,সুদীপ পুরকায়স্থ, শ্যামল কান্তি ধর,নির্মল কুমার সিনহা,প্রদীপ কুমার দেব, মদন মোহন কর্মকার, সাবেক সভাপতি সুব্রত দেব,যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব,কাউন্সিলর বিক্রম কর সম্রাট।এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ কান্তি দত্ত মান্না, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক হারাধন দে প্রভাস, প্রচার সম্পাদক পরিতোষ কান্তি কর পিনাক, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিনয় ভুষন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক রথীন্দ্র দাস ভক্ত, সমাজ কল্যান সম্পাদক টিপু দত্ত পুরকায়স্থ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুদীপ বৈদ্য, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক ধনেন দের, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়শ্রী দাশ জয়া, পূজা সম্পাদক অমর চন্দ্র দত্ত, সহ সম্পাদকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্র শেখর দে চওল, সঞ্জীব দত্ত, যীশু কৃষ্ণ দেব জনি, আশীষ দে, মিঠুন দত্ত, রকি দেব, অরুপ রায়, সুধাংশু মালাকার, এ্যাড. অভিজিৎ সেন, হরিপদ দাস, পরাগ রেনু দেব তমা, অখিল সরকার, সিনিয়র সদস্য অধ্যাপক কৃষ্ণপদ সুত্রধর, সুদীপ দেব, পীযুষ কান্তি দে, গৌতম চক্রবর্তী, অলক দাশ, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, কীশোর ভট্টাচার্য জনি, জয়দ্বীপ ভট্টাচার্য, বিধান পাল, বিজয় কর্মকার, রামেন্দ্র সিংহ বাপ্পা, বিশ্বজিৎ গোপ, লিটন পাল, বীরেন চন্দ্র মল্লিক, জনি দাস, তরুণ কান্তি পাল, নির্মলেন্দু দে লিমন, বিজিত দেব, রাহুল শ্যাম সৌরভ, এ্যাড. সুহাস রঞ্জন বিশ্বাস, শংকর দাস, খোকন চন্দ্র পাল, পিংকু দত্ত, কোতয়ালি থানা কমিটির সভাপতি এ্যাড. অরবিন্দ দাশ গুপ্ত বিভু, মোগলাবাজার থানা সভাপতি মনমোহন দেবনাথ, এয়ারপোর্ট থানা সভাপতি নানৃটু রঞ্জন সিংহ, দক্ষিণ সুরমা থনা কমিটির সভাপতি দীপংকর দাশ, সাধারণ সম্পাদক নিখিল মালাকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন না থাকা,পৃথক ফাউন্ডেশন না থাকা এবং নির্যাতন নিপীড়নের সুষ্ঠু বিচার না হওয়ায় সংকা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।দেশের মন্দির, উপাসনালয়ের সম্পদ রক্ষা, সংস্কার ও সংরক্ষণ, নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব।বক্তারা দেশের উন্নয়ন অগ্রগতি কে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করে সংখ্যালঘু জনগোষ্ঠীর দাবি আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি তাঁর বক্তব্যে সকল কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহন কামনা করছেন সংগঠনের সভাপতি ।
কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/সকাল ১১:২৪