স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, এখন মাঠে নামা আর মাইলফলক গড়া তার জন্য নিত্য ঘটনা। বৃহস্পতিবার রাতে আল নাসরের হয়ে গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার। আর এর মধ্য দিয়ে নতুন এক কীর্তি গড়েছেন তিনি।
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে মিশরের জামালেকের বিপক্ষে রোনালদো গোলটি করেছেন হেডে। নতুন কীর্তি লেখা হয় তাতেই। ডান পায়ের খেলোয়াড় রোনালদো পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৮৪০ গোল। এর মধ্যে ডান পা বাদে হেড, বাম পা ও অন্যান্য মিলিয়ে তার গোল সংখ্যা এখন ৩০০।
জামালেকের বিপক্ষে হারতেই বসেছিল আল নাসর। শেষ দিকে রোনালদোর গোলে ১-১ ড্র করে দলটি। সুবাদে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তারা। এ ম্যাচে আল নাসরের হয়ে অভিষেক হয়েছে সাদিও মানের। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রবিবার মরক্কোর রাজা দি ক্লাসাব্লাঙ্কার বিপক্ষে খেলবে রোনালদো-মানের দল।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০৫