স্পোর্টস ডেস্ক : এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক ভারত। চীনকে তারা হারিয়েছে বড় ব্যবধানে। অন্য ম্যাচে পাকিন্তান হেরেছে মালয়েশিয়ার সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াও শুভ সূচনা করেছে জাপানকে হারিয়ে। ছয় দল নিয়ে চেন্নাইয়ে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি হকি। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। পরের ম্যাচে তিন বারের চ্যাম্পিয়ন পাকিস্তান ১-৩ গোলে হারে মালয়েশিয়ার বিপক্ষে। দিনের শেষ ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন ভারত ৭-২ গোলে হারায় চীনকে।
ভারতের জয়ে দুটি করে গোল করেছেন হরমনপ্রীত সিং এবং বরুন কুমার। তারা গোলগুলো করেছেন পেনাল্টি কর্নার থেকে। এছাড়া একটি করে ফিল্ড গোল করেছেন আকাশদীপ সিং, সুখজিত সিং ও মনদীপ সিং। শুক্রবার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে তিনটি খেলা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সোয়া ৬টায় মালয়েশিয়ার বিপক্ষে খেলবে চীন। সাড়ে ৮টায় ভারত ও জাপানের লড়াই।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০০