ডেস্ক নিউজ : একটি মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে প্রতিবাদ সমাবেশ করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে।
এ ব্যাপারে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা মনে করছেন, এ রায়ের মাধ্যমে সরকার বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকারের এ চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। পাশাপাশি একদফা দাবি বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাবে দলটি। এমনটাই জানিয়েছেন দলের সিনিয়র নেতারা।
এর আগে, তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ আগস্ট) দেশের সব জেলা ও মহানগরে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ পালন করে দলটির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (২ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে’র মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন। মামলার রায়ের প্রতিবাদেই মূলত এ দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২১