স্পোর্টস ডেস্ক : জার্মানির বার্লিনে বিশ্ব আরচারি চ্যাম্পিয়শিপে ব্যক্তিগত ইভেন্টে এলিমিনেশনের প্রথম স্তরেই বাদ পড়েছেন বাংলাদেশের আরচাররা। বাংলাদেশের তারকা আরচার দিয়া সিদ্দিকী রিকার্ভ নারী এককে এলিমিশেন রাউন্ডের প্রথম পর্বেই বাদ পড়েন। ১/৪৮ পর্যায়ে দিয়া আমেরিকান আরচার কাটালিনার সঙ্গে ২-৬ সেট পয়েন্টে হারেন। নারী এককের মতো ব্যর্থতার চিত্র পুরুষ এককেও। রাম কৃষ্ণ সাহা ব্রাজিলের আরচার ম্যাথিউসের কাছে ৩-৭ সেট পয়েন্টে হেরেছেন।
রিকার্ভ এককে আরেক পুরুষ আরচার আব্দুল হাকিম রুবেল অবশ্য এলিমিনেশনের একটি স্তর পার করেছিলেন। ১/৪৮ স্তরে তিনি সার্বিয়ার মিহাজলোকে হারান। ১/২৪ রাউন্ডে অবশ্য রুবেল তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। চেক প্রজাতন্ত্রের জোসেফের সঙ্গে প্রথম সেট জিতেছিলেন রুবেল। পরের তিন সেট হারায় আর পঞ্চম সেটের প্রয়োজন পড়েনি।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:০০