আন্তর্জাতিক ডেস্ক : বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং স্ত্রী সোফি গ্রেগরি। বিচ্ছেদের জন্য এরইমধ্যে একটি আইনি চুক্তিতে সই করেছেন তারা। এর মাধ্যমে এ দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে।
বুধবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন।
জাস্টিন-সোফি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি যৌথ বিবৃতিতে জানান, ‘আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাসহ একটি ঘনিষ্ঠ পরিবারে আবদ্ধ থাকব।’
জাস্টিন ট্রুডো হলেন কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন বিচ্ছেদের পথে গেলেন। এর আগে ক্ষমতায় থাকাকালীন বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেওয়া প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডোরই বাবা পিয়েরে ট্রুডো।
১৯৭১ সালে গোপনে মার্গারেট সিনক্লেয়ারকে বিয়ে করেন পিয়েরে ট্রুডো। ছয় বছর একসঙ্গে থাকার পর ১৯৭৭ সালে পিয়েরে ট্রুডো ও মার্গারিট ট্রুডো আলাদা থাকার ঘোষণা দিয়েছিলেন এবং ১৯৮৪ সালে তাদের চূড়ান্ত বিয়ে বিচ্ছেদ হয়। এবার সোফির সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যেন বাবার পথেই হাঁটলেন জাস্টিন ট্রুডো।
২০১৫ সালে প্রধানমন্ত্রী হওয়া জাস্টিন ট্রুডো ভালোবেসে ২০০৫ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক মডেল ও টিভি উপস্থাপিকা সোফির সঙ্গে। বর্তমানে এই দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান। পুত্র জেভিয়ার জেমস এবং হ্যাড্রিয়েন গ্রেগরি এবং কন্যা ইলা-গ্রেস।
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০৫