বিনোদন ডেস্ক : পাঁচ বছর পর নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো তাহসান-শ্রাবন্তীকে নিয়ে তার ‘যদি একদিন’ সিনেমা।
তার নতুন ছবিটির নাম ‘ওমর’। তবে ছবিটির গল্প আর কাস্টিং বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
তিনি বলেন, ‘ছবিটি নিয়ে গত দুই বছর আমি কাজ করছি। এরমধ্যে সব গুছিয়ে ফেলেছি। কিছু চমক তো থাকছেই। শুটিংয়ে নামবো শিগগিরই। একটানা শেষ করবো। আমার প্রবল ইচ্ছা এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার। এর বেশি আপাতত কিছু বলছি না।’
জানা গেছে, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। ছবিটির প্রধান দুই চরিত্রে থাকছে দারুণ চমক। তবে সেটি এখনই প্রকাশ করছেন না নির্মাতা।
মাস্টার কমিউনিকেশনস-এর ব্যানারে নির্মিত ‘ওমর’ ছবির সংগীত পরিচালনা করবেন নাভেদ পারভেজ ও স্যাভি।
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০২