ডেস্ক নিউজ : চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠকে বসেছে। আজ বুধবার (২ আগস্ট) বিকেল সোয়া ৪টায় রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে এই বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য রুমিন ফারহানা, তাবিথ আওয়াল, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম সাত্তার, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন অংশ নেন।
বৈঠকে কূটনীতিকদের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ডেনমার্ক, ইরান, জাপান, পাকিস্তান ও জার্মানির প্রতিনিধিরা।
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩১