স্পোর্টস ডেস্ক : ফাইনালে নিউইয়র্কের জয়ের নায়ক দলটির অধিনায়ক নিকোলাস পুরান। সিয়াটেল ওরকাসের ১৮৩ রানের জবাবে পুরান খেলেছেন ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস। এতে ৭ উইকেটে সিয়াটলকে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চ্যাম্পিয়ন হয়েছে এমআই।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সিয়াটেল। কুইন্টন ডি ককের ৮৭ রানের উপর ভরসা করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পায় তারা। এমআই-এর হয়ে ৩টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও রশিদ খান। জবাবে রান তাড়া করতে নেমে ইনিংসে তৃতীয় বলে রানের খাতা না খুলে উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে নামেন পুরান। ৪০ বলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন।
৫৫ বলে ১০ চার ও ১৩ ছয়ে ১৩৭ রানে অপরাজিত ছিলেন পুরান। এছাড়া ডেভাল্ড ব্রেভিস ও টিম ডেভিড ২০ ও ১০ রানের ইনিংস খেলেন। পাওয়ার প্লেতে-ই জয়ের ভিত গড়ে এমআই নিউইয়র্ক। ৬ ওভারে ১ উইকেটে ৮০ রান করে তারা। আর ১০ ওভার খেলে লক্ষ্য পূরণ করে দলটি। টুর্নামেন্টের সেরা স্কোরও এদিন করেছেন পুরান। সব মিলিয়ে তার নামের পাশে ৩৮৮ রান। শীর্ষ ব্যাটারের মতো বোলারের তালিকাতেও এক নম্বরে এমআইয়ের পেসার ট্রেন্ট বোল্ট। টুর্নামেন্টে তিনি পেয়েছেন ২২ উইকেট।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪