বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে এক বাক প্রতিবন্ধী শিশু তার পরিবারের কাছে ফিরে গেছে। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ ওই শিশুকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন। শিশু সৌরভ (১২) নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার টাওরা বাজার এলাকার মো. শরিফ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রবিবার সকাল ১১টার দিকে উপজেলার বেড়তলা বাজার এলাকায় বাক-প্রতিবন্ধী শিশুটি ঘুরাঘুরি করছিলো। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করা হয়। ৯৯৯ এর মাধ্যমে সরাইল থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাক-প্রতিবন্ধী শিশুটিকে তার বাড়ির কথা জিঞ্জাস করলে সে হাত দিয়ে ঢাকার দিকে দেখায়। পরে ফেসবুকে পোস্ট দেওয়াসহ আশেপাশের সব থানায় বিষয়টি জানানো হয়। শিশুটির নরসিংদীর এক আত্মীয় ফেসবুকে তাকে শনাক্ত করে। বিকেলে তার পরিবারের সদস্যরা এসে শিশুটিকে নিয়ে যায়।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫