ডেস্ক নিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র না পাঠানোর কারণে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৩ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকের গাফিলতির কারণে এ অবস্থা হয়েছে।
তবে কেন্দ্র সচিব দাবি করেছেন, তিনি ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র বোর্ডে পাঠিয়েছেন। বোর্ডের ভুলের কারণে এমনটা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের কেন্দ্র ছিল কাহালু তাহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। গত শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩ পরীক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অকৃতকার্য হয়েছে। ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সঠিক সময়ে শিক্ষা বোর্ডে প্রেরণ না করায় এ সংকটের সৃষ্টি হয়েছে।
অকৃতকার্য শিক্ষার্থীরা জানায়, তারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ ও ভালো পরীক্ষা দিলেও ফলাফল আসেনি। এজন্য তারা সংশ্লিষ্ট শিক্ষককে দায়ী করে বলে- লজ্জায় তারা বাড়ি থেকে বের হতে পারছে না। শিক্ষার্থীরা এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফএমএ সালাম বলেন, তাহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু কেন্দ্র সচিব বেলাল উদ্দিন রাজশাহী শিক্ষা বোর্ডে বিধি মোতাবেক নম্বরপত্র না পাঠানোর কারণে ২৩ জন শিক্ষার্থী ওই বিষয়ে অকৃতকার্য হয়েছে।
এ ব্যাপারে বোর্ডে কথা বললে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র না পাওয়ার কারণে তাদের ওই বিষয়ে ফলাফল আসেনি। তাহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ ব্যাপারে দ্রুত সমাধান করার জন্য জানানো হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন বলেন, কেন্দ্র থেকে সব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র যথাসময়ে পাঠানো হয়েছে।
তিনি দাবি করেন, বোর্ডের ভুলের কারণে এমটা হয়েছে। বোর্ডে গেলেই বিষয়টি পরিষ্কার হবে।
বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, কাহালু তাহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন- বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র পাঠিয়েছেন। এ সমস্যার সমাধানে তিনি বোর্ডে যাবেন।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:২২