এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রবিবার ৩০ জুলাই বিকালে এ বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এসে শেষ হয়।
সেখানে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। সমাবেশে বিষেশ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক হুমায়ুন কবীর সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাব চৌগাছার সাধারণ স¤পাদক জিয়াউর রহমান রিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনউপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুল হাকিম, চৌগাছা পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান তারেক, এম এ করিম ও এইচএম ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন সাধারণ স¤পাদক রোকনুজ্জামান সুমন, হাকিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন, পাশাপোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাপ্পি, জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক আশিকুল ইসলাম প্রমুখ।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:০৪