স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডকে বিদায় করে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে নরওয়ে। গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচের আগে ৩ পয়েন্ট ছিল নিউজিল্যান্ডের। নরওয়ের ছিল মাত্র এক।
শক্তিশালী সুইজারল্যান্ডকে হারতে পারেনি কিউইরা। অন্যদিকে ১৯৯৫ র চ্যাম্পিয়ন নরওয়ে ফিলিপাইনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে গোলগড়ে পেছনে ফেলে নিউজিল্যান্ডকে। নরওয়ের হয়ে হ্যাটট্রিক করেন সোফি রোমান হগ।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩৮