বিনোদন ডেস্ক : শনিবার (২৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে বীরের কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
এ সময় পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, আমার ‘জীবনের সানশাইন তুমিই বাপজান।’ সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। ছবিতে বীরের পরনে ছিল ধূসর, কালো ও হলুদ রঙয়ের কম্বিনেশনের একটি টি-শার্ট। বাচ্চাদের গেমিং জোনে খেলাধুলা করছে ছোট্ট বীর। তবে ছবিতে বড় চুলে বেশ ভালোই লাগছে বুবলীর রাজপুত্রকে।
অন্যদিকে শাকিব খান ছেলে জয় ও অপুর সঙ্গে আমেরিকা, কানাডা ভ্রমণ শেষ করে দেশে ফিরেছেন। এর পরপরই আবার পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে কলকাতায় গেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপুর প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজকের দায়িত্ব পালন করেছেন অপু বিশ্বাস।
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন বুবলী। এর প্রায় আড়াই বছর পর নিজের সন্তানকে প্রকাশ্যে আনেন বুবলী। এরপর থেকেই শাকিব খানের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে বুবলীর।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩৪