স্পোর্টস ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে শুক্রবার রাতে মাঠে নেমেছিল লিটন দাসদের দল সারে জাগুয়ার্স। দল জিতলেও ব্যাট হাতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশি ব্যাটরা। তিন নম্বরে নেমে খেলেছেন মন্থর এক ইনিংস। মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে দলের ৫৫ রানে জয়ের ম্যাচে ৩০ বলে ২৫ রান করেন লিটন। স্ট্রাইক রেট ৮৩.৩৩। একটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন এই ডানহাতি।
এনিয়ে মোট চারটি ম্যাচ খেললেন লিটন। প্রথম ম্যাচে ১১ বলে ৯ রান করেন। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ব্যাট করার সুযোগ হয়নি। পরের ম্যাচে ২০ বলে ২১ রান করেন। লিটনদের দল সারে জাগুয়ার্স ৪ ম্যাচে ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। শনিবার রাতে ফের মাঠে নামবে তারা। খেলবে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে।
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৩