আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষার্থীদের দিয়ে হাত-পা টিপিয়ে চাকরি খোয়ালেন এক শিক্ষক। ঘটনাটি ভারতের ছত্তীসগঢ়ের যশপুর জেলার। আজ শুক্রবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন যশপুর জেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় গুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জেলার সেন্দ্রিমুণ্ডা গ্রামের এক সরকারি স্কুলের সহকারী শিক্ষক ওই ব্যক্তি। কয়েকজন অভিভাবক তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। শিক্ষার্থীদের হাত-পা টেপার নির্দেশ দিতেন ওই শিক্ষক। শিক্ষার্থীরা রাজি না হলে মারধর করা হত তাদের।
যশপুর জেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় গুপ্ত বলেন, বিষয়টি নিয়ে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন। তদন্তে এর সত্যতা পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:৫৬