আন্তর্জাতিক ডেস্ক : বাসায় চুরি করতে ঢুকে চুরি করার মতো কিছুই খুঁজে না পেয়ে উলটো ৫০০ রুপির নোট রেখে গেছে চোর। এমন মজার ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, নতুন দিল্লির রোহিনীর সেক্টর ৮ এর এক বাড়িতে ঘটেছে এ ঘটনা। ২০-২১ জুলাই মধ্যরাতে বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাটি প্রকাশ হয়।
অভিযোগে বাড়ির মালিক ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রকৌশলী, এম রামকৃষ্ণ জানান, যে ১৯ জুলাই সন্ধ্যায়, তিনি ও তার স্ত্রী ছেলের সাথে দেখা করতে গুরুগ্রামে গিয়েছিলেন।
পরে ২১শে জুলাই সকালে তার প্রতিবেশীর কাছ থেকে বাড়িতে চুরির খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ফিরে আসেন। তখন প্রধান গেটের তালা ভাঙা দেখতে পান তিনি। কিন্তু বাড়ির ভেতরে গিয়ে জানতে পারেন যে চোররা কিছু চুরি করতে পারেনি।
বাড়িতে কিছু চুরি হয়নি, বরং তিনি একটি ৫০০ রুপির নোট মেইন গেটের কাছে পড়ে থাকতে দেখেছেন বলে জানায় পুলিশ।
তিনি পুলিশকে আরও জানান যে তার বাড়িতে কোনো মূল্যবান জিনিসপত্র নেই। এমনকি তার আলমিরাও অক্ষত ছিল।
তবে এম রামকৃষ্ণের অভিযোগের ভিত্তিতে, মামলা নথিভুক্ত করেছে পুলিশ এবং চোরদের ধরতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ১১:০৮