আন্তর্জাতিক ডেস্ক : স্মরণকালের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পুড়ে যাচ্ছে একরের পর একর বনাঞ্চল। এখনো সক্রিয় রয়েছে অন্তত সাড়ে ৬০০ দাবানল, যা নিয়ন্ত্রণে দিন-রাত কাজ করে যাচ্ছে দমকলবাহিনী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আসছে না। পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভয়াবহ দাবানলে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনো আগুনে পুড়ে চলেছে বনাঞ্চল। তাপপ্রবাহ ও বনাঞ্চলের গাছগুলো শুকিয়ে প্রায় কাঠে পরিণত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না দমকলকর্মীরা। এ অবস্থায় রোডস আইল্যান্ড থেকে স্থানীয় ও পর্যটকসহ অন্তত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
গ্রিসের দাবানাল কবলিত এলাকাগুলোতে তাপামাত্রা সর্বোচ্চ ৪৪ ডিগ্রিতে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এ অবস্থায় বুধবার ১৩টি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।এদিকে নতুন করে দাবানল দেখা দিয়েছে পর্তুগালের জনপ্রিয় দ্বীপ ক্যাসকেসের কাছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ৬শ’র বেশি দমকলকর্মী। শুষ্ক আবহাওয়ার সঙ্গে তীব্র দাবদাহে দাবানল ছড়িয়ে পড়েছে স্পেনের গ্রান কানারিয়া দ্বীপেও।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/দুপুর ১২:১৪