বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ করেই বেড়ে গেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুই দিনের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় আড়াইগুণ। বুধবার সকালে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ি, গত ২৪ ঘন্টায় ২৭ জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত মোট ১৪০ জন ডেংগুতে আক্রান্ত হয়েছেন।ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে গত ২৪ জুলাই পাওয়া তথ্য অনুযায়ি সর্বশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১১ জন। এছাড়া ২৫ জুলাই ১৮ জন ও ২৬ জুলাই ২৭ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে চলমান সময়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
সূত্র মতে, বুধবার নাগাদ সর্বশেষ আক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঁচজন, বাঞ্ছারামপুরে ১০ জন, কসবায় তিনজন, বিজয়নগরে চারজন, নবীনগরে দুইজন, নাসিরনগরে দুইজন ও আশুগঞ্জে একজন ভর্তি আছেন। তবে মোট চিকিৎসা নিতে রোগীদের সংখ্যা আরো বেশি। সূত্র মতে, জেলা সদর হাসপাতালে ১৬ জন, বাঞ্ছারামপুরে ২২ জন, কসবায় ১০ জন, বিজয়নগরে ১২ জন, নবীনগরে আটজন, আশুগঞ্জে চারজন, নাসিরনগরে দুইজন ও সরাইলে একজন রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই।
এদিকে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, সরকারি হিসেবের বাইরে আরো অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের অনেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে পরীক্ষার পর ডেঙ্গু নিশ্চিত হয়ে ঢাকায় চিকিৎসা নিতে চলে গেছেন। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মো. সাইমন নামে এক রোগী বলেন, ‘আমি ঢাকাতে কাজ করতাম। সেখানে থাকা অবস্থায় কয়েকদিন আগে আমার জ্বর উঠে। পরের দিন আবার কমে যায়। আবারো পরে জ্বর উঠে। এলাকায় এসে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিশ্চিত হই যে আমার ডেঙ্গু হয়েছে।’ চিকিৎসায় তিনি কিছুটা সুস্থবোধ করছেন বলে জানান। সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। ভর্তিকৃতদেরকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই সতর্ক থাকলে পরিস্থিতির তেমন অবনতি হবে না বলে আশা করি।
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫