স্পোর্টস ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে গত রাতে আলাদা ম্যাচে মাঠে নেমেছিলেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিবদের মন্ট্রিয়েল টাইগার্স জিতেছে মিসিসাউগা প্যানথার্সের বিপক্ষে। তবে লিটনদের সারে জাগুয়ার্সের ম্যাচটি হতে পারেনি। ভেসে গেছে বৃষ্টিতে।
লিটনদের সারে খেলতে নেমেছিল ব্রাম্পটন উলভসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে শুরু ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ব্রাম্পটন। দলটি ৭.২ ওভারে ৩ উইকেটে ৫০ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। পরে আর খেলা শুরু হতে পারেনি।
এর আগের ম্যাচে সাকিবদের মন্ট্রিয়েল ৭ উইকেটে হারায় মিসিসাউগাকে। সাকিব অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরেন। বল হাতে ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট নেন। এরপর ব্যাটিংয়ে ২৪ বলে ৩৬ রান করেন ৫ চার ও ২ ছক্কায়।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/সকাল ১১:৫৪