স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলা বাস্কেটবল। আর সেই খেলার লিজেন্ড লেব্রন জেমস। দেশটির অন্যতম তারকা তিনি। আর তার দেশের সকারকে জনপ্রিয় করতে ইন্টার মায়ামিতে গেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। লিগস কাপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার রাতে গোলাপিদের হয়ে অভিষেক হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের।
সেই ম্যাচে মেসিকে স্বাগত জানাতে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন জেমস। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে স্বাগত জানিয়ে লেকার্স তারকা লিখেছিলেন, ‘স্বাগত, ভাই! গ্রেটনেসের উপস্থিতির স্বাক্ষী হতে সবসময়ই আনন্দের।’পরে সেটার জবাবে মেসি লিখেন, ‘আপনাকে ধন্যবাদ, ভাই! আপনাকে দেখে ভালো লাগল।’
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫