আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালে ইরান তেল রপ্তানি করে ৪২.৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে যা তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে ছিল মাত্র ২৫.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বিগত বছরে তেল রপ্তানি খাতে তেহরানের বৈদেশিক মুদ্রা আয় ৬৭% বেড়েছে বলে খবর দিয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক।
সংস্থাটির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থাগুলোতে এ তথ্য জানিয়েছে। ওপেকের পরিসংখ্যান বলছে, এর আগে ২০২০ ও ২০১৯ সালে ইরান যথাক্রমে ৭.৯ বিলিয়ন ও ১৯.৪ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছিল। ২০২২ সালে এমন সময় ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বেড়ে গেল যখন তেহরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। ওই নিষেধাজ্ঞার ভিত্তিতে ইরানের কাছ থেকে তেল ক্রয়কারী দেশ বা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪২