ডেস্ক নিউজ : রোববার (২৩ জুলাই) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৪৭ কোটি ০২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২০০ কোটি ৮৬ লাখ টাকা।
ডিএসইতে এদিন কমেছে সবগুলো সূচকের মানও। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪২ দশমিক ৫৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক কমেছে ২৪ দশমিক ৭৮ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৭২ দশমিক ০০৯ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৮ দশমিক ৯৪ পয়েন্টে।
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া জেমিনী সী ফুড, আলিফ ইন্ডাস্ট্রিস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, সি পার্ল, এডিএন টেলিকম, রূপালি লাইফ ইন্সুরেন্স, লুব-রেফ, ওরিয়ন ইনফিউশন ও লিগাসি ফুটওয়ার ছিল শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায়। ডিএসইতে রোববার ৩৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও রোববার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। সিএসইতে এদিন কমেছে সব কটি সূচকের মানও। সিএএসপিআই সূচক ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৯ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৯ দশমিক ৫৭ পয়েন্টে ও ১১ হাজার ১৯৯৮ দশমিক ৮৬ পয়েন্টে।
এ ছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ১ দশমিক ৭০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩১৫ দশমিক ১৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬৬ দশমিক ০৮ পয়েন্টে ও ১ হাজার ১৭৭ দশমিক ০৩ পয়েন্টে। সিএসইতে ১৯৩ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৮৭টি ও অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার দর।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৫:১২