নারীদের সহ্য করতে না পারা যুবক কুপালো সাতজনকে, মারা গেলেন একজন
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
২৫৫
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের সহ্য করতে না পারা সিহাব মিয়া নামে এক যুবকের দায়ের কোপে আরজুদা বেগম (৫০) এক নারী মারা গেছেন। ওই যুবক আরো তিন নারীসহ মোট সাতজনকে কোপায়। ঘাতক সিহাব এলাকায় নারী বিদ্বেষী হিসেবে পরিচিত। চলার পথে কোনো নারী দেখলেই সে নানা কথা বলতো ও উত্যক্ত করতো। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
বুধবার বেলা ১১টায় ভাদুঘর এলাকার সাবর বাড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন, সাজু মিয়া (৫০), নয়ন মণি (১৪), মোখলেস মিয়া (৪৫), ওমর আলী (৮০), খালেদা বেগম (৪৪), রাবেয়া বেগম (৫০)। মৃত আরজুদা ভাদুঘর এলাকার সবুজ আলীর স্ত্রী।আহত নয়ন মণি জানান, বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে যাওয়ার সময় ওই যুবক দা দিয়ে মাথায় আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপালে নিয়ে আসেন।
নয়ন মণির ভাই জুনায়েদ বলেন, ‘সিহাব এক মাস আগে জেল থেকে বের হয়েছেন। সে প্রায়ই মানুষদের রাস্তাঘাটে বিরক্ত করতো।’ঘটনার সতত্যা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল ইসলাম জানান, ঘাতক সিহাব নারী বিদ্বেষী ছিলেন। সে প্রতিনিয়ত নারীদের রাস্তাঘাটে বিরক্ত করতো বলে এলাকাবাসী জানিয়েছেন। ঘাতক সিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রকিয়াধীন বলেও ওসি জানান।