আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বার্তাসংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জন কেরি চীনের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত শি জেনহুয়ার সাথে দেখা করবেন। তারা জলবায়ু সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন। চীনের সঙ্গে স্থবির হয়ে পড়া সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তারই অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের পর সবশেষ জন কেরি উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা হিসেবে বেইজিং সফর করছেন। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নি:সরণকারী দেশগুলির অন্যতম। এই সফরে প্রকৃতির জন্য ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমিয়ে আনার লক্ষ্যে এই দুই দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে।
কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৮