আন্তর্জাতিক ডেস্ক : জেল থেকে বাঁচতে মোদি পদবি অবমাননা মামলায় এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার তিনি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন। খবর এএফপির।
এর আগে রাহুল গান্ধী তার সাজা মওকুফের আবেদন জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, তার সেই আবেদন খারিজ করে দিয়েছেন গুজরাট হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছেন। এ পরিস্থিতিতে সাজা মওকুফের আবেদন জানানোর ক্ষেত্রে সুপ্রিমকোর্টই ছিল রাহুলের একমাত্র ভরসা।
সাজার কোনো ভিত্তিই নেই-সেই অভিযোগ করে রাহুল গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হলেও, ৭ জুলাই বিচারপতি হের্মন্ত প্রচ্ছক সুরাট দায়রা আদালতের আদেশ বহাল রাখেন। সুরাট দায়রা আদালতও রাহুলের সাজা মওকুফ করতে অস্বীকার করেছিলেন।
এর আগে, চলতি বছরের মার্চে সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন। কয়েকটি পর্যবেক্ষণের মধ্যে হাইকোর্ট উল্লেখ করেছেন যে, ‘অভিযুক্তের দ্বারা সংঘটিত অপরাধটি নৈতিক স্খলনের মধ্যে পড়ে’ এবং ‘রাজনীতিতে বিশুদ্ধতা থাকা সময়ের প্রয়োজন’।
২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ তাকে ২ বছরের সাজা দেন গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৩/সকাল ৮:৪৭