ডেস্ক নিউজ : ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানের একটি বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে সকাল ৯টায় বিএনপির সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদলটি।
জানা যায়, ঢাকা সফররত প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সংলাপের মাধ্যমে সমাধান চেয়েছে জাতীয় পার্টি।
বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, দেশের মানুষ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এ জন্য সরকার ও ইসির ভূমিকা পালন প্রয়োজন। বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান চুন্নু।
বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা মাসরুর মাওলা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/দুপুর ২:১২