বিনোদন ডেস্ক : বাংলা গানে ঠোঁট মিলিয়েছেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘ট্রায়াল পিরিয়ড’ ছবির গান ভিডিও, আর সেখানেই অভিনেত্রীর মুখে বাংলা গান। জনপ্রিয় ‘পিরিতি কাঁঠালের আঠা’ গানে লিপ দিয়েছেন তিনি।
কমেডি ঘরানার এই ছবিতে দিল্লির এক জন বাঙালি ‘সিঙ্গেল মাদার’-এর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া। সন্তানের আবদারে মানবকে বাবা সাজিয়ে এক মাসের জন্য পরিবারে নিয়ে আসেন তিনি। তার পরেই শুরু হয় একের পর পর এক পট পরিবর্তন। দীপাবলির প্রেক্ষাপটে পারিবারিক অনুষ্ঠানে শুটিং করা হয়েছে গানটির। লাল এবং সাদা রঙের ঘাঘরায় সজ্জিত অভিনেত্রীর হাতে একতারাও দেখা গিয়েছে। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং দেব নেগী। সুর করেছেন কৌশিক এবং গুড্ডু।
এর আগে ‘দিল জংলি’ ছবিটি পরিচালনা করেছিলেন আলেয়া। ‘বাধাই হো’ এবং ‘লাস্ট স্টোরিজ ২’–এর মতো ছবিরও অন্যতম প্রযোজক তিনি। আলেয়া বলেছেন, ‘এক জন একা লড়াকু মায়ের গল্পের সঙ্গে এই গানটার মূল ভাবনা মিলে যায়। সেই ভাবনা থেকেই এই গানটিকে ছবিতে ব্যবহার করেছি।’
এরই সঙ্গে পরিচালক বলেন, ‘দীর্ঘ সময় ধরে এই গানটা সহজেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। তা ছাড়া এই গানের মধ্যে দিয়ে বাঙালি সংস্কৃতি ফুটে উঠেছে। আশা করি, জেনেলিয়াকে এই নতুন অবতারে দর্শক পছন্দ করবেন।’
আলেয়া সেন পরিচালিত এই ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন শক্তি কাপুর, গজরাজ রাও, শিবা চড্ডা প্রমুখ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ। ছবিটি আগামী সপ্তাহে ওটিটিতে মুক্তি পাবে।
কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/দুপুর ১:১৫