জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আজ ১৪ জুলাই আছর নামাজের পর এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও ইমাম মাওলানা ডক্টর সৈয়দ এমদাদুল হক। তিনি মাহফিলে হুসেইন মুহম্মদ এরশাদের জীবনকর্ম ও ইসলামে তার অবদানের কথা স্মরণ করে তার রুহের শান্তির কামনায় মোনাজাত করেন।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফকির আল মামুন বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদ আধুনিক বাংলাদেশের অবকাঠামো বিনির্মাণে ভিত্তি স্থাপন করেন এবং ইসলামের কল্যাণে শুক্রবার সরকারী ছুটি ঘোষণা করেন। মসজিদ- মন্দিরে বিদ্যুৎ বিল মওকুফ, ইমাম -মুয়াজ্জিনদের সরকারি ভাতা প্রদান করে মুসলিম ভাই বোনদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আল্লাহ যেন এর উছিলায় তাঁকে জান্নাত নসিব করেন”। মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ ইদ্রিস আলী মিয়া , জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু সাঈদ লিয়ন,যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম খান, মমিনুর রহমান, রিপন মিয়া সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শাখার নেতৃবৃন্দ।