বিনোদন ডেস্ক : টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ জুন থেকে এ অভিনেত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত।
জানা গেছে, পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। আপাতত অভিনেত্রীর পরিস্থিতি স্থিতিশীল।
এদিকে বৃহস্পতিবার (১৩ জুলাই) অভিনেত্রী অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হন তার ভক্তরা। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন মাধবী মুখোপাধ্যায়।
দীর্ঘ অভিনয় জীবনে বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে তাকে দর্শক মনে রেখেছেন সত্যজিতের ‘চারুলতা’ হিসেবে। এ ছাড়া ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র মতো অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন মাধবী।
মাধবী মুখোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘উত্তরলিপি’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘হিংটিং ছট’, ‘মায়ের আদর’, ‘পৃথিবীর শেষ স্টেশন’, ‘মন মানে না’, ‘দান প্রতিদান’, ‘অন্তরের ভালোবাসা’, ‘অগ্নি তৃষ্ণা’, ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘বিন্দুর ছেলে’, ‘ছদ্মবেশী’, ‘সুবর্ণরেখা’, ‘থানা থেকে আসছি’, ‘মহানগর’, ‘সমাপ্তি’, ‘চোখ’, ‘মাটির স্বর্গ’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘গণদেবতা’, ‘ফুলশয্যা’, ‘নতুন স্বর্গ’, ‘স্ত্রীর পত্র’, ‘অঘটন আজও ঘটে’ প্রভৃতি।
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/সকাল ১১:১৮