ডেস্ক নিউজ : ঝড়-বৃষ্টিতে যদি কাঁচা মরিচ পচে যায়, তাহলে আমি কী করব? আমাদের সচিবই কী করবেন?—সাংবাদিকদের উদ্দেশ্যে এমন প্রশ্ন রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ–সংক্রান্ত বৈঠক শেষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এখন ঝড়-বৃষ্টিতে যদি কাঁচা মরিচ পচে যায়, তাহলে আমি বাণিজ্যমন্ত্রী বা আমাদের সচিব কী করবেন? আর কাঁচা মরিচ এক হাজার টাকা কেজির যে কথা বলা হচ্ছে, তা কিন্তু এক বা দুই দিনের কথা।
তিনি বলেন, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে না। তারপরও এই মন্ত্রণালয়ের ঘাড়েই দায়টা আসে।
সাংবাদিকদের উদ্দেশে টিপু মুনশি বলেন, যে কয়েক দিন আমাদের এখানে (কাঁচা মরিচের) দাম বেড়েছিল, সেই কয়েক দিন গুগল খুলে দেখুন যে কলকাতায় বাজারে কেমন ছিল দাম। আমি তো কলকাতার বাণিজ্যমন্ত্রী না, তাহলে সেখানে দাম বাড়ল কীভাবে?
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/রাত ১১:৫৭