আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার ব্যাপারে তিনি আগের চেয়ে অনেক বেশি আশাবাদী। তিনি আশা করছেন ওয়াশিংটনের সঙ্গে তার আলোচনা তুরস্কের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
আজ বুধবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, এরদোয়ান গতকাল মঙ্গলবার (১১ জুলাই) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর বার্ষিক সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন। এ সময় তারা দুই দেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান ও জো বাইডেন দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন। এছাড়া ইউক্রেনের প্রতি তাদের স্থায়ী সমর্থনের বিষয়টিও স্থান পেয়েছে আলোচনায়।
বৈঠক শেষে এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রক্রিয়া শুরু করছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রপ্রধান পর্যায়ে আলোচনার সময় এসেছে। আমি এই বৈঠককে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।
এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, জো বাইডেন কয়েক মাস ধরে বলছেন তিনি তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তরকে সমর্থন করেছেন। ন্যাটোর স্বার্থেই তুরস্ক এই সক্ষমতা অর্জন করবে।
কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/রাত ১১:১০