আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষা খাতে বার্ষিক মোট দেশজ উৎপাদনের ( জিডিপি) কমপক্ষে দুই শতাংশ বিনিয়োগ করতে সম্মত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর সদস্যরা। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জোটের সদস্য দেশগুলো তাদের জিডিপির দুই শতাংশ ব্যয় করতে সম্মত হয়েছে। তাদের নির্ধারিত লক্ষ্য হবে একটি সর্বনিম্ন স্তর। লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলনের প্রথম দিন শেষে তিনি বলেন, বর্তমানে ১১টি মিত্র দেশ সর্বনিম্ন দুই শতাংশ ব্যয়ের বেঞ্চমার্কে পৌঁছেছে বা অতিক্রম করেছে।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি এই সংখ্যা আগামী বছর উল্লেখযোগ্যভাবে বাড়বে। উল্লেখ্য, গতকাল শুরু হওয়া শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ন্যাটোভুক্ত ৩০ সদস্যরাষ্ট্রসহ অন্তত ৪০ দেশের শীর্ষ নেতারা। আজ বুধবার সম্মেলনের শেষ দিন।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮