স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে বরণ করে নিতে সাজ সাজ রব এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। চুক্তির আনুষ্ঠানিকতা এখনও বাকি থাকলেও এক মাস আগেই এ বিষয়টি চূড়ান্ত হয়ে যায়।
মেসির মায়ামিতে যোগ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। ইন্টার মায়ামির সহ-মালিক তিনি। মেসির আগমন উপলক্ষে তৈরি ম্যুরালে যিনি নিজে তুলির আঁচড় পর্যন্ত দিয়েছেন। পুরো কাজটির দেখভালও করছেন তিনি।
বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কারুশিল্পীরা ক্রেনে চড়ে হাস্যোজ্জ্বল মেসির ম্যুরাল রং করছেন। বেকহাম সেটা তদারকি করছেন।
ভিডিওতে ভিক্টোরিয়াকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয়, ডেভিড দারুণ কাজ করছে। আমরা মাত্র কদিন হলো মায়ামিতে এসেছি। কিন্তু সে এসেই এই কাজে লেগে পড়েছে। দেখুন, এটা (মেসির ম্যুরাল) কী বিশাল। এমন কি কোনো কাজ আছে, যেটা ডেভিড বেকহাম পারে না? সে ক্রেনে চড়েছে রং করার জন্য। যে মানুষটিকে মেসির ম্যুরালের দাঁতগুলো সাদা রং করতে দেখলেন, সেটা বেকহামই ছিল। আমি অভিভূত।’
সব ঠিক থাকলে আগামী রবিবার মেসিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ইন্টার মায়ামি। ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ক্লাবে অভিষেক হতে পারে মেসির।
কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৩:০৩