আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডে রাশিয়ান গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটক করেছে দেশটির সরকার। এই নিয়ে মোট ১৫ জন রাশিয়ান গুপ্তচর আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিউসজ কামিনস্কি এক টুইটার পোস্টে এ কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
পোস্টে মারিউস কামিনস্কি বলেন, “পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা রাশিয়ান গোয়েন্দাদের জন্য কাজ করা গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটক করেছে।” আটক রুশ গোয়েন্দা সামরিক স্থাপনা ও সমুদ্রবন্দরগুলোতে নজরদারি কার্যক্রমে নিয়োজিত ছিল। তাকে রাশিয়া নিয়মিতভাবে অর্থ প্রদান করত বলেও জানান তিনি।
এর আগে গত জুন মাসে, পোল্যান্ডে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন রাশিয়ান পেশাদার আইস-হকি খেলোয়াড়কে আটক করা হয়।
এদিকে, রুশ গুপ্তচর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাস বা রাশিয়া।
ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সরবরাহের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ মাধ্যম পোল্যান্ড। মূলত পোল্যান্ডের ভূমি ব্যবহার করে পশ্চিমা সামরিক সহায়তা পৌঁছায় ইউক্রেনে। আর এ কারণে দিন দিন পোল্যান্ড রাশিয়ার গুপ্তচরদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দাবি করে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়া পোল্যান্ডের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে।
কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/দুপুর ২:৫৭