রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

ন্যাটোর স্পষ্ট আমন্ত্রণ চায় ইউক্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো সদস্য দেশগুলো তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ রাশিয়ার আগ্রাসন শেষ হলে নিজেদের চূড়ান্ত সদস্যপদ নিয়ে সামরিক জোট থেকে স্পষ্ট অঙ্গীকারের জন্য চাপ অব্যাহত রেখেছে ইউক্রেন৷ জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মাকেইয়েভ ন্যাটোকে এ বিষয়ে অস্পষ্টতার অবসানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভিলনিয়াসে শীর্ষ সম্মেলনে আমরা ন্যাটোতে যোগদানের জন্য একটি স্পষ্ট, দ্ব্যর্থহীন আমন্ত্রণ এবং নির্দেশনা প্রত্যাশা করি৷ 

২০০৮ সালে বুখারেস্টে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় যে ভুল হয়েছিল, তার যেন পুনরাবৃত্তি না হয়- এমনটাই বলেন মাকেইয়েভ৷ তিনি ডিপিএকে বলেন, যদি ইউক্রেন ইতোমধ্যে ২০১৪ সালে ন্যাটোর সদস্য হয়ে যেত, তাহলে ক্রিমিয়ান সংযুক্তিকরণ, দোনবাসের যুদ্ধ, রাশিয়ার এই আগ্রাসন থেকে যুদ্ধ এসব কিছুই হতো না৷ ইউরোপের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার একমাত্র উপায় হলো ২০২৩ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে একটি শক্তিশালী বার্তা দেয়া৷ 

ন্যাটোপ্রধান জেন্স স্টলটেনবার্গ ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, লিথুয়ানিয়ার রাজধানীতে আসন্ন শীর্ষ সম্মেলনে কিয়েভকে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে না৷

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit