স্পোর্টস ডেস্ক : ৬০ বছরের রীতি ভেঙ্গে ব্রাজিল ফুটবল দলের কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছে ইতালিয়ান কোচ কার্লো অনচেলত্তির হাতে। দেশের বাইরে গিয়ে ইউরোপিয়ান কোচ নিয়োগ দেয়ার ব্রাজিল ফুটবল ফেডারেশনের সমালোচনা করেছেন সেদেশের সমর্থক ও সাবেক খেলয়াড়রা। আছে এর বিপরীতও। ইউরোপিয়ান কোচ নিয়োগ দেয়ায় প্রশংসা করেছেন অনেকেই।
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ২০২৪ সালের কোপা আমেরিকার আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হিসেবে অনচেলত্তির যোগ দেয়ার কথা রয়েছে। তবে এই অল্প সময়ে কার্লো সেলাসাওদের কতটুকু ঘুচিয়ে নিতে পারবেন সেই বিষয়ে ওঠেছে প্রশ্ন, সমালোচনা করেছেন অনেকেই। এবার সেই সমালোচনায় যোগ দিলেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
গেল দুই বিশ্বকাপ আসরে অংশগ্রহণের সুযোগ পায়নি কার্লোর নিজের দেশ, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। কেন আজ্জুরিদের সমস্যা সমাধান না করে নেইমার ভিনিদের দায়িত্ব নিলো অনচেলত্তি তা নিয়ে প্রশ্ন তুলেছে লুলা দা সিলভা। ব্রাজিলের গণমাধ্যমকে দেয়া সাক্ষৎকারে এমন প্রশ্ন করেছেন তিনি। লুলা দা সিলভা বলেন, ‘তিনি (আনচেলত্তি) কখনো ইতালির কোচ হতে পারেনি। কেন তিনি নিজ দেশের সমস্যা সমাধান না করে ব্রাজিলের দায়িত্ব নিতে চাচ্ছেন? তার দেশ গেল বিশ্বকাপও খেলতে পারেনি।’বিশ্বকাপে নেইমারদের ব্যর্থতা নিয়েও সমালোচনা করেন দেশটির প্রেসিডেন্ট। এসময় ব্রাজিলে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকায় অনচেলত্তিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি।
ব্রাজিল প্রেসিডেন্ট বলেন, ‘জাতীয় দলের ১১ জন খেলোয়াড় নিয়ে ইউরোপে খেলাটা খুব সহজ। কিন্তু আপনি যখন ব্রাজিলে আসবেন কারিন্থিয়াসের মতো দলকে নিয়ে খেলবেন সেটা অনেক কঠিন। আমি দেখতে চাই আনচেলত্তি ব্রাজিলে এসে কারিন্থিয়াসকে রেলিগেশন থেকে বাঁচাক। কারণ দলটা অনেকদিন ধরেই ভুগছে। বিশ্বকাপে আমাদের ব্যর্থতার কারণ কোচ না। আমাদের আসল সমস্যা হচ্ছে বর্তমান দলে মানসম্মত কোনো খেলোয়াড় নেই। যারা আমাদের বিশ্বকাপ জেতাতে পারে। এক সময় আমাদের দলে দারুণ খেলোয়াড়রা খেলেছিল।’
এদিকে, ব্রাজিলের কোচিং প্যানেলে যোগ দিতে পারেন সেলেসাও রাজপুত্র কাকা। সেদেশের গণমাধ্যমের সাবেক গুরুর সহযোগী হিসেবে ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে কাকাকে। এর আগে গেল বছর সিবিএফের অধীনে এ লাইসেন্সের কোচিং কোর্স করেছিলেন তিনি।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:২১