ডেস্ক নিউজ : বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বলেছেন তামিম ইকবাল। ওই সময়ের পর থেকেই জাতীয় দলে থাকা ক্রিকেটাররা একে একে ফেসবুক পোস্টে তামিমকে স্মরণ করে নিজেদের মতো করে। কিন্তু যাকে এক সময় তামিম ইকবালের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা হতো সেই সাকিবের কাছ থেকেই কিছু আসেনি। প্রায় একদিন পার হওয়ার পর আজ পৌনে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিমের উদ্দেশ্যে স্মৃতিচারণ করলেন সাকিব।
বোঝাই যাচ্ছে সাকিবের ফেসবুক পোস্ট সাকিব নিজে দেননি। কারণ ওই সময় তিনি অনুশীলনে ব্যস্ত। তার হয়ে তার ফেসবুক পেজ চালানো কেউ এই পোস্ট করেছেন। তবে অবশ্য সাকিবই বিষয়টি বা নিজের মতো করে বলে দিয়েছেন পোস্টটি। কি আছে সেই পোস্টে? চলুন দেখে নেয়া যাক –
২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।
একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম – আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।
তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে। তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্ত গুলি উপভোগ কর।
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/দুপুর ২:০৮