তথ্যপ্রযুক্তি ডেসক্ : বৃহস্পতিবার (৬ জুলাই) সার্চ ইঞ্জিন জার্নালের প্রতিবেদনে জানায়, গুগল তাদের পরিষেবাগুলি উন্নত করতে ও নতুন এআই-চালিত প্রযুক্তি তৈরিতে এ তথ্যগুলো ব্যবহার করবে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের ডাটা বার্ড ও ক্লাউড এআই মডেলগুলোতে ব্যবহার করা হবে। অর্থাৎ ট্রান্সলেশন এআই সিস্টেম, জেনারেটিভ টেক্সট এআই সিস্টেম ও ক্লাউড এআই সিস্টেমকে প্রশিক্ষণ দিতে ব্যবহারকারীদের তথ্য নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৪