স্পোর্টস ডেস্ক : গত মৌসুমেই ফিরমিনো জানিয়ে দিয়েছিলেন, মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে আর নতুন চুক্তি করবেন না তিনি। এরপর তাকে নিয়ে জাগে নানান গুঞ্জন। এমনও গুঞ্জন উঠেছিল যে, বেনজেমার পরিবর্তন হিসেবে ফিরমিনোকে চায় রিয়াল। তবে সেটা আর হয়নি। শেষ কয়েকদিনের গুঞ্জনে নিশ্চিত হয়ে যায় ফিরমিনোর সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত।
ইংলিশ ক্লাব লিভারপুলে আট মৌসুম কাটিয়েছেন ফিরমিনো। এই আট মৌসুমে অল রেডদের হয়ে ৩৬২ ম্যাচে করেছেন ১১১টি গোল। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, কারাবাও কাপ এবং লিগ শিরোপা। ফিরমিনোর গোলেই ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতেছিল লিভারপুল।
আল আহলিতে ফিরমিনো তার সতীর্থ হিসেবে পাচ্ছেন চেলসি থেকে যোগ দেয়া সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডিকে। গত সপ্তাহে তিনি আল আহলির সঙ্গে চুক্তি সই করেছেন। এদিকে গত মৌসুম শেষে চারজনকে ছেড়ে দিয়েছিলো লিভারপুল। তাদের মধ্যে একজন ফিরমিনো। বাকিরা হলেন নাবি কেইতা, জেমস মিলনার ও অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলিন। লিভারপুলের হয়ে নিজের শেষ ম্যাচেও গোল পেয়েছিলেন ফিরমিনো।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩০